প্রারম্ভিকা লিনাক্স মিন্ট পার্সোনাল কম্পিউটারের একটি অপারেটিং সিস্টেম। যা উবুন্টুর উপর ভিত্তি করে তৈরী হয়েছে। তবে এর ইউজার ইন্টারফেস উবুন্টু হতে কিছুটা ভিন্ন। এর সবচেয়ে মজার বিষয় হল এর লাইসেন্সিং পদ্ধতিও উবুন্টু হতে কিছুটা ভিন্ন। তাই এতে উবুন্টুর সকল রেষ্ট্রিকটেড এক্সট্রা দেয়া আছে। ফলে ইন্টারনেট হতে কিছু ডাউনলোড না করে স্বাচ্ছন্দেই এটা ব্যবহার করা যায়।
ডিফল্টভাবে দেয়া কিছু অন্যতম রেষ্ট্রিকটেড এক্সট্রাস এমপিথ্রি কোডেকঃ যার ফলে এমপিথ্রি গান শোনার জন্য নতুন করে কোডেক ইনস্টল করতে হয়না। ডিভিডি সাপোর্টঃ এতে ডিফল্টভাবেই ডিভিডি দেখার ব্যবস্থা রয়েছে। ফ্ল্যাশ প্লেয়ারঃ এতে ফ্ল্যাশ প্লেয়ারও দেয়া আছে। ফলে ইউটিউবের মত সাইট অনায়াসেই ব্রাউজ করা যায়। জাভা সাপোর্টঃ এতে আলাদাভাবে জাভা ডাউনলোড করার কোন প্রয়োজনই নেই। এটাও দেয়া থাকে ডিফল্টভাবেই। মজার/সুবিধার দিক প্রথমেই বলেছি এতে উবুন্টুর সকল রেষ্ট্রিকটেড এক্সট্রা দেয়া আছে। আনরার (unrar) ইনস্টল করা আছে, ফলে অনায়াসেই কোন ঝামেলা ছাড়াই রার (RAR) ফাইল এক্সট্রাক্ট করা যায়। আকর্ষণীয় গ্রাফিকাল ইউজার ইন্টারফেস/গুই (GUI)। চমৎকার গ্রাফিকাল বুট লোডার। আকর্ষণীয় সব থিম, ডেস্কটপ লে-আউট। টার্মিন্যালে ফরচুন যা টার্মিন্যাল ব্যবহারে নতুন মাত্রা যোগ করেছে। লিনাক্স মিন্টকে অনেক বেশি আপন করে তুলতে এতে রয়েছে মিন্ট অ্যাসিস্টেন্ট, মিন্ট ব্যাকআপ, মিন্ট ইনস্টল, মিন্ট ন্যান্নি, মিন্ট আপডেট। সাথে বিভিন্ন প্রোগ্রামে চমৎকার মিন্টের নিজস্ব Splash স্ক্রীন। আর সাথে উবুন্টুর সব সুবিধাতো রয়েছেই। জনপ্রিয় যেসব সফটওয়্যার রয়েছে মোজিলা ফায়ারফক্স মোজিলা থান্ডারবার্ড এমপ্লেয়ার এবং এর ফায়ারফক্স প্লাগিন পিজিন মাল্টিপ্রোটোকোল ইন্টারনেট ম্যাসেঞ্জার APTonCD জি-পার্টেড Gufw ফায়ারওয়াল আর এই জন্যই লিনাক্স মিন্টকে অনেকে বলে থাকেন নতুন ব্যবহারীদের জন্য সেরা লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। সাথে যাদের বাসায় ইন্টারনেট সংযোগ নেই তাদেরকেও অনেকে এই জন্য লিনাক্স মিন্ট রিকমান্ড করে থাকে।
...