গান শুনতে কমবেশি সবাই পছন্দ করি। তবে এদের মধ্যে অনেকে একটু বেশিই করে। আমার মত যারা খুব বেশি করে তাদের অনেকেই রাতে ঘুমানোর সময় প্লেলিস্ট-এ গান ভর্তি করে শুয়ে পড়ি আর ঐদিকে সারারাতই কম্পিউটার চলতে থাকে। তাই এখন আপনি ঘুমানোর পূর্বেই স্লিপ টাইমার সেট করে শুয়ে পড়তে পারেন, কম্পিউটার নির্দিষ্ট সময়ে আপনা আপনিই বন্ধ হয়ে যাবে। জি শাটডাউন একটি স্লিপ টাইমার, চমৎকার ইউজার ইন্টারফেস সহ।  

এটা ইনস্টল করতে টার্মিনালে লিখুনঃ

sudo apt-get install gshutdown

জি শাটডাউন এর ফিচার্সঃ

  • শাটডাউন
  • রি-স্টার্ট
  • এন্ড ইউজার সেজন

তাছাড়া কোন রকম সফটওয়্যার ছাড়াও আপনি কমান্ডের মাধ্যমে ও সময় নির্ধারণ করে দিতে পারবেন।  

সেক্ষেত্রেঃ

$ sudo shutdown hh:mm \[specific time in future\]
$ sudo shutdown +m \[where m = minutes from now\]

উপরের কমান্ডগুলোর কার্যকারিতা নিষ্ক্রিয় করতে নিচের কমান্ডটি রান করুন।

sudo shutdown -c