বাসায় ব্যবহারের জন্য খুবই জনপ্রিয় একটি ইংকজেট প্রিন্টার হচ্ছে লেক্সমার্ক জি৬০০ এবং জি৬৪৫ (Z600 & Z645)। কিন্তু এর ড্রাইভারের দেখা উবুন্টুর সর্বশেষ ভার্সন ইন্ট্রাপিড আইবেক্স-এ ও মেলেনি। তাই যারা এতদিন উবুন্টুতে তাদের প্রিন্টার চালাতে পারেননি তারা খুব সহজেই deb প্যাকেজ ইনস্টল এর মাধ্যমে চালাতে পারবেন জি৬০০ এবং জি৬৪৫ প্রিন্টার।

deb প্যাকেজ ডাউনলোড করতেঃ

উপরোক্ত ফাইল দুটো ইনস্টল করার পূর্বে আপনার ইন্টারনেট সংযোগ সক্রিয় আছে কিনা নিশ্চিত করুন। অতঃপর যথাক্রমে z600cups এবং z600llpddk ইনস্টল করুন।

এবার প্রিন্টার কনফিগারের পালা। প্রথমে System অথবা mintMenu → Administration → Printing → New → XXX (প্রিন্টারের নাম ও সিরিজ) → Make and Model এর Change → Lexmark → z600 (লিস্টের সবার শেষে) → Forward → Apply করুন। জি৬৪৫ এর ক্ষেত্রেও z600 চিহ্নিত করুন।