প্রায়ই অনেককে বলতে শোনা যায় যে, কম্পিউটার - এ বিপ দিচ্ছে আর কম্পিউটারও চালু হচ্ছেনা। এখন আপনি যদি জেনে থাকেন কোন বিপ দিয়ে কি বোঝায় হয় তাহলে খুব সহজেই নিজেই বুঝতে পারবেন কম্পিউটার কেন চালু হচ্ছেনা। তাহলে চলুন জেনে নেই।
- ১ টি সর্ট বিপঃ কম্পিউটার সঠিকভাবে বুট করেছে।
- ২ টি সর্ট বিপঃ CMOS এরর।
- ১ টি লং ১ টি সর্ট বিপঃ DRAM অথবা লজিকবোর্ড এরর।
- ১ টি লং ২ টি সর্ট বিপঃ গ্রাফিক্স বা মনিটর এরর।
- ১ টি লং ৩ টি সর্ট বিপঃ কি-বোর্ড এরর।
- ১ টি লং ৯ টি সর্ট বিপঃ BIOS রম এরর।
- চলমান লং বিপঃ DRAM এরর।
- চলমান সর্ট বিপঃ পাওয়ার এরর।
তো এবার থেকে সমস্যা নিজেই সমাধান করে ফেলুন।