কেন পরীক্ষা করবেন?

মনে করুন আপনি দীর্ঘ সময় ধরে ডাউনলোড করেছেন লিনাক্স মিন্টের আইএসও। এবার সেটা সিডি/ডিভিডি - তে রাইট করার পর আর বুট হচ্ছেনা বা ইনস্টলের সময় এরর দেখাচ্ছে ফলে ইনস্টল করতে পারছেন না। এটা হতে পারে আইএসও - টি সম্পূর্ণ ডাউনলোড না হলে অথবা করাপ্টেড হলে। আর আপনার ডাউনলোড করা আইএসও - টি ঠিকমত ডাউনলোড হয়েছে কিনা সেটা যাচাই করতেই MD5Sum পরীক্ষা করা হয়। মনে রাখবেন এক বাইটের এদিক সেদিক হলেও MD5Sum মিলবে না। তাহলে চলুন দেখে নেই কিভাবে এটা পরীক্ষা করবেন।

দুটি পদ্ধতিতে MD5Sum পরীক্ষা করা যায়ঃ

পদ্ধতি # ০১ (কমান্ড লাইন ব্যবহার করে)

প্রথমে ডাউনলোড করা আইএসও - টি ডেস্কটপে রাখুন। এবার নিচের ফরমেট অনুসরণ করে টার্মিন্যালে লিখুনঃ

md5sum <name.iso>

যেমনঃ

md5sum LinuxMint-7.iso

এখন যদি আপনার ডাউনলোড ঠিকমত হয়ে থাকে তাহলে আউটপুট পাবেনঃ

64e2a290fb51f8e7a9d058355fe93d0e  LinuxMint-7.iso

অর্থাৎ আপনার আউটপুটের সাথে সাইটে দেয়া md5sum মিলিয়ে নিন। ব্যস হয়ে গেল।

পদ্ধতি # ০২ (গ্রাফিক্যালি)

গ্রাফিক্যালি MD5Sum পরীক্ষা করতে প্রথমে আইএসও - টিতে রাইট ক্লিক (মাউসের) করুন এরপর সেখান থেকে MD5 Sum এ ক্লিক করুন (প্রয়োজনে নিচের ছবি দুটো দেখতে পারেন)। এরপর পদ্ধতি # ০১ - এর মত অর্থাৎ আপনার আউটপুটের সাথে সাইটে দেয়া md5sum মিলিয়ে নিন।

স্টেপ # ০১

স্টেপ # ০১

স্টেপ # ০২

স্টেপ # ০২

মনে রাখবেন যেই সাইট থেকে আপনি আইএসও - টি ডাউনলোড করেছেন সেই সাইটেই আইএসও - এর MD5Sum পেয়ে যাবেন।