আজ পর্যন্ত উবুন্টু বা লিনাক্স মিন্টের x64 এডিশনের সাথে খুব বেশি সময় থাকা হয়নি। x64 এডিশন সেটআপ করলেও কিছুক্ষণের মধ্যেই আবার x86 এডিশনে ফেরত যেতে হয়েছে। এর কারণ একটাই, আমার লেক্সমার্ক জি৬৪৫ ইংকজেট প্রিন্টার x64 না চলা। তো কিছুদিন আগে হঠাৎ মাথায় কেন জানি ভূত চাপল x64 এডিশন ব্যবহার করতে হবেই। কিন্তু সেটা ইনস্টলের পর কি হবে সেটাও জানা ছিল। তাই এবার আর ইনস্টল না করে লাইভ সিডি চালিয়ে দিন-রাত একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিভাবে প্রিন্টার চালানো যায়। শেষ পর্যন্ত দুই দিন লাইভ সিডি চালিয়ে বিভিন্ন গুঁতোগুঁতির পর একটা উপায় হলো। মানে চালাতে সক্ষম হলাম আর কি। যাই হোক নিচে কিভাবে করলাম সেটা উল্লেখ করছি তবে তার আগে বলে নিচ্ছি কি কি প্রিন্টার চালানো সম্ভব এই পদ্ধতিতে (জি৬০০ ড্রাইভার ইনস্টল করে)।
যেসব প্রিন্টার জি৬০০ ড্রাইভারে চলবে
লেক্সমার্ক
৫৭০০, এক্স১১০০, এক্স১১১০, এক্স১১৩০, এক্স১১৪০, এক্স১১৫০, এক্স১১৭০, এক্স১১৮৫, এক্স১১৯০, এক্স১১৯৫, এক্স১২৭০, জি২৫, জি৩৫, জি৫৫, জি৫১৩, জি৫১৫, জি৫১৭, জি৬০০, জি৬০৫, জি৬১২, জি৬১৫, জি৬৪০, জি৬৪৫, জি৭০৫, পি৩১৫০
ডেল
এ৯২০, ৭২০
x64 এডিশনে ইনস্টলেশন পদ্ধতি
- প্রথমে ia32-libs এবং alien নামের দুটো প্যাকেজ ইনস্টল করতে হবে।
sudo apt-get install ia32-libs alien
- এবার লেক্সমার্ক নামের একটি ফোল্ডার তৈরী করব এবং সেখানে ড্রাইভার ডাউনলোড করব।
$ cd ~/Desktop
$ mkdir lexmark
$ cd lexmark
$ wget http://www.downloaddelivery.com/srfilecache/CJLZ600LE-CUPS-1.0-1.TAR.gz
- এবার tar.gz আর্কাইভটিকে extract করব।
tar xvzf CJLZ600LE-CUPS-1.0-1.TAR.gz
- এবার নিচের কমান্ডগুলো একটি একটি করে টার্মিন্যালে লিখি।
$ tail -n +143 z600cups-1.0-1.gz.sh > install.tar.gz
$ tar xvzf install.tar.gz
$ sudo alien -t z600cups-1.0-1.i386.rpm
$ sudo alien -t z600llpddk-2.0-1.i386.rpm
$ tar xvzf z600llpddk-2.0.tgz
$ tar xvzf z600cups-1.0.tgz
$ cd usr
$ sudo cp -a * /usr
$ sudo ldconfig # Reloading library-database
এবার প্রিন্টার কনফিগারের পালা। প্রথমে System অথবা mintMenu → Administration → Printing → New > XXX (প্রিন্টারের নাম ও সিরিজ) → Make and Model এর Change → Lexmark → z600 (লিস্টের সবার শেষে) → Forward → Apply করুন। এবার আপনার প্রিন্টার x64 এডিশনেও চলবে।
x86 এডিশনে ইনস্টলেশন পদ্ধতি
যারা x86 এডিশন ব্যবহার করেন তারাও উপরের পদ্ধতিতে জি৬০০ ড্রাইভার ইনস্টল করতে পারেন। তবে ১ # - এ sudo apt-get install ia32-libs alien
এর পরিবর্তে নিচের কমান্ডটি টার্মিন্যালে লিখতে হবে।
sudo apt-get install libstdc++5 alien
আর বাকিসব কিছু একইভাবে করতে হবে। তবে চাইলে খুব সহজেই দুটো ডেব প্যাকেজ ডাউনলোড করেও চালাতে পারবেন আপনার প্রিন্টার। সেজন্য z600cups
এবং z600llpddk
নামের দুটো ডেব প্যাকেজ ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
ডেব প্যাকেজ ডাউনলোড করুন
উপরোক্ত ফাইল দুটো ইনস্টল করার পূর্বে আপনার ইন্টারনেট সংযোগ সক্রিয় আছে কিনা নিশ্চিত করুন। অতঃপর যথাক্রমে z600cups
এবং z600llpddk
ইনস্টল করুন। আর যদি আপনার ইন্টারনেট না থাকে সেক্ষেত্রে libcupsys2
প্যাকেজটিও ডাউনলোড করতে হবে।
এবার যথাক্রমে libcupsys2
, z600cups
এবং z600llpddk
ফাইল তিনটি একটি একটি করে ইনস্টল করুন। ব্যাস ইনস্টল শেষ। এবার প্রিন্টার কনফিগার করতে উপরের পদ্ধতি অনুসরণ করুন।