সহজ ভাষায় এর মানে হচ্ছে প্রতিবার কম্পিউটার চালু করলে যেন ড্রাইভগুলো ডেস্কটপ থেকে চলে না যায়। সেজন্য আপনাকে ntfs-config (যতটা জানি ntfs-config প্রয়োজন হলে নিজ থেকেই ntfs-3g ইনস্টল করে নেয়) ইনস্টল করতে হবে। তার জন্য টার্মিন্যালে লিখতে হবেঃ
sudo apt-get install ntfs-config
এটা ইনস্টল শেষ হলে। Applications → System Tools → NTFS Configuration Tool এ যান।
এখন আপনার রুট পাসওয়ার্ড দিন।
এখন আপনার কম্পিউটারের সকল এনটিএফএস ড্রাইভগুলো দেখাবে।
এখন যেসব ড্রাইভগুলোকে (আপনি সবগুলোই করতে পারেন) কনফিগার করতে চান, তা নির্বাচন করুন। এবং Apply করুন।
এখন নিচের ছবির মত Enable write support for internal device চেকবক্সটি চেক করুন এবং OK বাটন চাপুন।
এখন প্রতিবার কম্পিউটার চালু করলে আর ড্রাইভগুলো ডেস্কটপ থেকে চলে যাবে না।