আমাকে দেখে অর্থাৎ আমার চাপে পড়ে আমার অনেক বন্ধুই লিনাক্স মিন্ট বা উবুন্টু ব্যবহার করতে শুরু করে। তারা অনেকেই আমাকে অভিযোগ করত মিন্ট বা উবুন্টুতে লেখার জন্য সুন্দর সুন্দর ফন্ট নেই। ওদের মত যারা একই সমস্যায় ভুগছেন তারা নতুন সুন্দর সুন্দর ফন্ট ইনস্টল করতে টার্মিনালে লিখুনঃ
sudo apt-get install ttf-sil-gentium ttf-dustin ttf-georgewilliams ttf-sjfonts sun-java6-fonts ttf-larabie-deco ttf-larabie-straight ttf-larabie-uncommon
এই একটি কমান্ডেই অনেক অনেক নতুন ফন্ট ইনস্টল হয়ে যাবে।