উবুন্টু বা লিনাক্স মিন্টে আমরা সফটওয়্যার বা বিভিন্ন প্যাকেজ ইনস্টলের জন্য বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করে থাকি। যেমনঃ

  • টার্মিন্যাল
  • প্যাকেজ ম্যানেজার
  • অ্যাড/রিমুভ অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ম্যানেজার
  • সফটওয়্যার পোর্টাল - ইত্যাদি।

উপরের পদ্ধতিগুলো ছাড়াও খুব সহজে ব্রাউজারের মাধ্যমেই সফটওয়্যার বা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করা যায়। ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের ঠিকানা লেখার মতই ব্যপারটা। ব্রাউজারের মাধ্যমে সফটওয়্যার বা বিভিন্ন প্যাকেজ ইনস্টলের জন্য apturl নামের একটি প্যাকেজ ইনস্টল থাকতে হয়। উবুন্টু ৭.১০ - এর পর থেকে ডিফল্টভাবেই উবুন্টুতে apturl প্যাকেজটি ইনস্টল অবস্থায় থাকে।

ব্রাউজারের মাধ্যমে সফটওয়্যার বা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করা

খুবই সহজ পদ্ধতি এটি। এর জন্য ব্রাউজার (মোজিলা ফায়ারফক্স) - এর অ্যাড্রেস বারে যে সফটওয়্যার বা প্যাকেজটি ইনস্টল করতে চাচ্ছেন তার নাম লিখুন শুধু নামের পূর্বে apt: বা apt:// জুড়ে দিন। নিচের ফরমেটটি দেখুনঃ

apt:<software/package name>

অথবা

apt://<software/package name>

মনে করুন আপনি বানশি মিডিয়া প্লেয়ার ইনস্টল করবেন। সেক্ষেত্রে আপনাকে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবেঃ

apt:banshee

অথবা

apt://banshee

এভাবে খুব সহজেই আপনি ব্রাউজারের মাধ্যমেই বিভিন্ন সফটওয়্যার বা প্যাকেজ ইনস্টল করতে পারেন।

লিনাক্স মিন্ট ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ

লিনাক্স মিন্টে ডিফল্টভাবে apturl প্যাকেজটি ইনস্টল করা থাকেনা। তাই উপরে বর্ণিত সুবিধাটি লিনাক্স মিন্টে পেতে হলে apturl প্যাকেজটি প্রথমে ইনস্টল করে নিতে হবে। apturl প্যাকেজটি ইনস্টল করতে প্যাকেজ ম্যানেজারের কুইক সার্চ ফিল্ডে apturl লিখে সার্চ করে ইনস্টল করুন। অথবা টার্মিন্যালে নিচের কমান্ডটি লিখুনঃ

sudo apt-get install apturl