লিনাক্স মিন্ট, উবুন্টু অথবা সমজাতীয় প্লাটফর্মে আপনি খুব সহজেই টেক্সক্ট ব্যানার তৈরী করতে পারেন। যেটা হয়ত আপনি এতদিন টেক্সক্ট এডিটরে নিজেই তৈরী করেছেন। কিন্তু খুব সহজেই figlet
নামক একটি প্যাকেজ ইনস্টল করে স্বয়ংক্রিয়ভাবেই তৈরী করতে পারেন টেক্সক্ট ব্যানার।
figlet
ইনস্টল করতে টার্মিন্যালে রান করুনঃ
sudo apt-get install figlet
ইনস্টলের পালা শেষ হলে নিচের ফরমেটটি অনুসরন করে আপনি যে কোন টেক্সক্ট টার্মিন্যালে রান করে খুব সহজেই সেটার টেক্সক্ট ব্যানার তৈরী করতে পারবেন।
figlet "text"
যেমনঃ
figlet "Ayon Khan"
যদি আপনি টার্মিন্যালে রান করেন সেক্ষেত্রে আউটপুট পাবেন নিচের ছবির মত।