অনেক প্রিন্টারের ড্রাইভার রয়েছে যেগুলো libstdc++5
প্যাকেজটি ব্যবহার করে। কিন্তু হেলেনাতে libstdc++6
প্যাকেজটি ডিফল্টভাবে দিয়ে দেয়ায় বেশ কিছু প্রিন্টারের ড্রাইভার হেলেনাতে ঠিক মত কাজ করতে পারে না। লেক্সমার্ক জি৬০০ ড্রাইভারটিও এই তালিকায় রয়েছে।
যেসব প্রিন্টার লেক্সমার্ক জি৬০০ ড্রাইভারে চলবে
লেক্সমার্ক
৫৭০০, এক্স১১০০, এক্স১১১০, এক্স১১৩০, এক্স১১৪০, এক্স১১৫০, এক্স১১৭০, এক্স১১৮৫, এক্স১১৯০, এক্স১১৯৫, এক্স১২৭০, জি২৫, জি৩৫, জি৫৫, জি৫১৩, জি৫১৫, জি৫১৭, জি৬০০, জি৬০৫, জি৬১২, জি৬১৫, জি৬৪০, জি৬৪৫, জি৭০৫, পি৩১৫০
ডেল
এ৯২০, ৭২০
ইনস্টলেশন
প্রথমেই
libstdc++5
প্যাকেজটি ডিপেন্ডেন্সিসহ দরকার হবে। তাই নিচের প্যাকেজ দুটি ডাউনলোড করব।এখন যথাক্রমে
gcc-3.3-base_3.3.6-15_i386.deb
এবংlibstdc++5_3.3.6-15_i386.deb
প্যাকেজ দুটি ইনস্টল করি।এখন
alien
প্যাকেজটি ইনস্টল করতে হবে।
sudo apt-get install alien
- এবার ডেস্কটপে লেক্সমার্ক (lexmark) শিরোনামে একটি ফোল্ডার তৈরী করে সেখানে ড্রাইভারটি ডাউনলোড করব।
$ mkdir ~/Desktop/lexmark
$ cd ~/Desktop/lexmark
$ wget http://www.rongmohol.com/uploads/lexmark/CJLZ600LE-CUPS-1.0-1.TAR.gz
- ডাউনলোডকৃত tar.gz আর্কাইভটিকে extract করব।
tar -xvzf CJLZ600LE-CUPS-1.0-1.TAR.gz
- এখন একটি একটি করে নিচের কমান্ডগুলো টার্মিন্যালে রান করব।
$ tail -n +143 z600cups-1.0-1.gz.sh > install.tar.gz
$ tar -xvzf install.tar.gz
$ sudo alien -t z600cups-1.0-1.i386.rpm
$ sudo alien -t z600llpddk-2.0-1.i386.rpm
$ sudo tar xvzf z600llpddk-2.0.tgz -C /
$ sudo tar xvzf z600cups-1.0.tgz -C /
$ sudo ldconfig
$ cd /usr/share/cups/model
$ sudo gunzip Lexmark-Z600-lxz600cj-cups.ppd.gz
$ sudo /etc/init.d/cups restart
- এবার প্রিন্টার কনফিগারের করতে হবে। সেজন্য mintMenu → All/Administration → Printing → New → XXX (প্রিন্টারের নাম ও সিরিজ) → Make and Model - এর Change → Lexmark → z600 → Forward → Apply করব।