লিনাক্স মিন্টের কমিউনিটি রিপোটি নিয়মিত আপডেট করা হয় না। ফলে Vuze (formerly Azureus) - এর সর্বশেষ ভার্সনটি সব সময় পাওয়া যায় না। তবে Vuze - এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে টারবল আর্কাইভ ডাউনলোড করে Vuze - এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করা যায়। যাই হোক, এখন কিভাবে টারবল আর্কাইভটি ব্যবহার করা যায় তা ধাপে ধাপে উল্লেখ করছি।
- প্রথমে Vuze - এর অফিসিয়াল ওয়েবসাইট, http://www.vuze.com/ থেকে Vuze - এর সর্বশেষ ভার্সনটির টারবল আর্কাইভটি ডাউনলোড করুন।
- এখন ডাউনলোড করা আর্কাইভ
Vuze_Installer.tar.bz2
- টি ওয়ার্কস্পেস বা ডেস্কটপে রাখুন। - এবার টার্মিন্যাল চালু করুন এবং সেখানে নিচের কমান্ডটি রান করে
/opt
ডিরেক্টরিতে আর্কাইভটি extract করুন।
sudo tar -xvjf Vuze_Installer.tar.bz2 -C /opt
- নিচের কমান্ডটি রান করে
/opt
ডিরেক্টরির vuze ফোল্ডারটিকে রিড এবং রাইটের অনুমতি দিন।
sudo chmod -R 777 /opt/vuze
vuze
কমান্ডটি রান করে যেন Vuze চালু করা যায় সেজন্য নিচের কমান্ডটি রান করুন।
sudo gedit /usr/local/bin/vuze
টেক্সক্ট এডিটরে /usr/local/bin
ডিরেক্টরির vuze
ফাইলটি প্রদর্শিত হলে সেখানে নিচের টেক্সক্টটুকু পেস্ট করে ফাইলটি সংরক্ষণ করুন।
#!/bin/sh
exec /opt/vuze/vuze "$@"
এখন নিচের কমান্ডটি রান করুন।
sudo chmod +x /usr/local/bin/vuze
- এই ধাপটি আবশ্যিক নয়। তবে যারা vuze - এর সাথে সাথে
azureus
কমান্ডটি রান করেও Vuze চালু করতে ইচ্ছুক তারা নিচের কমান্ডটি টার্মিন্যালে রান করুন।
sudo ln -s /usr/local/bin/vuze /usr/local/bin/azureus
- এবার Vuze - এর mintMenu এন্ট্রি তৈরী করতে নিচের কমান্ডটি রান করুন।
sudo gedit /usr/local/share/applications/vuze.desktop
টেক্সক্ট এডিটরে /usr/local/share/applications
ডিরেক্টরির vuze.desktop
ফাইলটি প্রদর্শিত হলে সেখানে নিচের টেক্সক্টটুকু পেস্ট করে ফাইলটি সংরক্ষণ করুন।
[Desktop Entry]
Categories=Network;FileTransfer;P2P;GTK;
Comment=Transfer files via Peer to Peer
Encoding=UTF-8
Exec=vuze %F
GenericName=BitTorrent Client
Icon=/opt/vuze/vuze.png
MimeType=application/x-bittorrent;
Name=Vuze
NoDisplay=false
StartupNotify=true
Terminal=false
Type=Application
এখন vuze
অথবা azureus
কমান্ডটি টার্মিন্যালে রান করে কিংবা mintMenu → All/Internet → Vuze নেভিগেট করে Vuze চালু করতে পারেন।