লিনাক্স মিন্টে ডিফল্টভাবে টাইটেল বারের বাটনগুলো ডান দিকে থাকে। কিন্তু আপনি ইচ্ছে করলেই সেগুলো বাম দিকে নিতে পারেন। সেজন্য টার্মিন্যালে নিচের কমান্ডটি রান করে কনফিগারেশন এডিটর চালু করুন।

gconf-editor

এবার কনফিগারেশন এডিটরের apps → metacity → general → button_layout - এ ডবল ক্লিক করুন। button_layout - এর ভ্যালু ডিফল্টভাবে থাকবে menu:minimize,maximize,close। এখন সেটি পরিবর্তন করে নিচের ভ্যালুটি বসিয়ে OK বাটনে ক্লিক করুন।

minimize,maximize,close:menu

লুসিডের মত করতে চাইলে নিচের ভ্যালুটি ব্যবহার করুন।

maximize,minimize,close:menu

আর ম্যাকের মত করতে চাইলে নিচের ভ্যালুটি ব্যবহার করুন।

close,minimize,maximize:menu