প্রথমে নিচের চারটি প্যাকেজ সংগ্রহ করুন।
- libwvstreams4.6-base_4.6-2_i386.deb
- libwvstreams4.6-extras_4.6-2_i386.deb
- libuniconf4.6_4.6-2_i386.deb
- wvdial_1.60.1+nmu2ubuntu1_i386.deb
এবার হেলেনার ওয়ার্কস্পেস বা ডেস্কটপে wvdial
শিরোনামে একটি ফোল্ডার তৈরী করে বর্ণিত প্যাকেজ চারটি সেখানে রাখুন এবং টার্মিন্যাল চালু করে নিচের কমান্ড দুটি রান করুন।
$ cd wvdial
$ sudo dpkg -i *.deb
এখন আপনার মডেমটি কম্পিউটারে সংযুক্ত করুন এবং নিচের কমান্ড দুটি টার্মিন্যালে রান করুন।
$ sudo modprobe usbserial vendor=0x19d2 product=0xfffd
$ sudo wvdialconf
sudo gedit /etc/wvdial.conf
এবার উপরের কমান্ডটি রান করুন। তাহলে টেক্সক্ট এডিটরে /etc
ডিরেক্টরির wvdial.conf
ফাইলটি প্রদর্শিত হবে। অতঃপর ফাইলটির শেষে নিচের টেক্সক্টটুকু পেস্ট করে ফাইলটি সংরক্ষণ করুন।
[Dialer Zoom]
Username = waps
Password = waps
Phone = #777
Stupid Mode = 1
এখন নিচের কমান্ডটি রান করে দেখুন ইন্টারনেট সংযোগ সক্রিয় হয় কিনা।
sudo wvdial Zoom
মনে রাখবেন, প্রতিবার ইন্টারনেট সংযোগ সক্রিয় করতে উপরের কমান্ডটি রান করতে হবে এবং যতক্ষণ ইন্টারনেট ব্যবহার করবেন ততক্ষণ টার্মিন্যাল বন্ধ করা যাবে না। আর ইন্টারনেট সংযোগ নিষ্ক্রিয় করতে Ctrl+c চাপুন।