কোন ভূমিকা লিখব না। কেননা শিরোনাম পড়েই বিষয়বস্তু বুঝা যাচ্ছে।
নটিলাস
প্রথমেই ইসাডোরার নটিলাসকে একটু বেশি দৃষ্টিনন্দন করে তুলব। সেজন্য নিচের কমান্ডগুলো টার্মিন্যালে রান করতে হবে।
$ sudo add-apt-repository ppa:am-monkeyd/nautilus-elementary-ppa
$ sudo apt-get update
$ sudo apt-get upgrade
অতঃপর কম্পিউটার লগআউট কিংবা রিস্টার্ট করুন।

নটিলাস
আইকন এবং থিম
এবার এলিমেন্ট্যারি আইকন এবং থিম ইনস্টলের পালা। নিচের কমান্ড দুটি রান করুন।
$ sudo add-apt-repository ppa:elementaryart/ppa
$ sudo apt-get update
$ sudo apt-get install elementary-icon-theme elementary-theme
এবার নিচের কমান্ডটি রান করুন।
gnome-appearance-properties
অ্যাপিয়ারেন্স প্রিফারেন্সেস উইন্ডোটি প্রদর্শিত হলে Theme ট্যাব থেকে elementary নির্বাচন করুন। প্রয়োজনে কম্পিউটার লগআউট কিংবা রিস্টার্ট করুন।
মিন্টমেনুর আইকন
মিন্টমেনুর আইকন পরিবর্তন করে এলিমেন্ট্যারি আইকন ব্যবহার করতে মিন্টমেনুতে মাউসের রাইট ক্লিক করে Preferences - এ ক্লিক করুন। এবার Main button ট্যাবের Button icon:
/usr/lib/linuxmint/mintMenu/mintMenu.png
পরিবর্তন করে /usr/share/icons/elementary/places/24/distributor-logo.svg
করে দিন।
ওয়ালপেপার
এলিমেন্ট্যারির ওয়ালপেপারগুলো ইনস্টল করতে চাইলে নিচের কমান্ডটি রান করুন। আর হ্যাঁ, প্যাকেজটি ইনস্টল করার মধ্যে দিয়ে মোট নয়টি চমৎকার ওয়ালপেপার ইনস্টল হবে।
sudo apt-get install elementary-wallpapers
এখন অ্যাপিয়ারেন্স প্রিফারেন্সেসের Background ট্যাব থেকে পছন্দমত ওয়ালপেপার নির্বাচন করুন।

এলিমেন্ট্যারি আইকন, থিম এবং ওয়ালপেপার
জিডিএম
জিডিএম অর্থাৎ লগইন স্ক্রিনের থিম এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে নিচের কমান্ডটি রান করুন।
sudo cp /usr/share/applications/gnome-appearance-properties.desktop /usr/share/gdm/autostart/LoginWindow
এবার কম্পিউটার লগআউট করুন। তাহলে অ্যাপিয়ারেন্স প্রিফারেন্সেস উইন্ডোটি প্রদর্শিত হবে এবং সেটির Theme ট্যাব থেকে elementary এবং Background ট্যাব থেকে পছন্দমত ব্যাকগ্রাউন্ট নির্বাচন করুন। Close বাটনে ক্লিক করে অ্যাপিয়ারেন্স প্রিফারেন্সেস উইন্ডোটি বন্ধ করুন। অতঃপর কম্পিউটারে লগইন করে নিচের কমান্ডটি রান করুন।
sudo unlink /usr/share/gdm/autostart/LoginWindow/gnome-appearance-properties.desktop
গ্লুবাস প্রিভিউ
গ্লুবাস প্রিভিউ নোম ডেস্কটপ এনভায়রনমেন্টের একটি এক্সটেনশন। বিভিন্ন ধরণের ফাইলের প্রিভিউ দেখার জন্য এটি ব্যবহার করা হয়। ইনস্টল করতে নিচের কমান্ডটি রান করুন।
sudo apt-get install gloobus-preview
এখন যেকোন ফাইলের প্রিভিউ দেখার জন্য ফাইলটিতে ক্লিক করে কিবোর্ডের স্পেসবার কি (key) - টি প্রেস করুন। আর প্রিভিউ বন্ধ করতে পুণরায় স্পেসবার কিটি প্রেস করুন।

গ্লুবাস প্রিভিউ ব্যবহার করে এমপিথ্রি ফাইলের প্রিভিউ

গ্লুবাস প্রিভিউ ব্যবহার করে জেপিইজি ইমেজের প্রিভিউ