উবুন্টু ১০.০৪ কিংবা লিনাক্স মিন্ট ৯ – এ ডিফল্টভাবে ফায়ারফক্সে বাংলা লেখা পড়তে প্রায়ই সমস্যা হয় (স্ক্রিনশট # ০১)।

স্ক্রিনশট # ০১

স্ক্রিনশট # ০১

এই সমস্যা সমাধানের জন্য প্রথমে ফায়ারফক্স চালু করুন। এবার ফায়ারফক্সের Edit ড্রপ-ডাউন মেনু থেকে Preferences বাটনে ক্লিক করুন। ফায়ারফক্স প্রিফারেন্সেস উইন্ডোটি প্রদর্শিত হলে Content ট্যাব থেকে Advanced… বাটনে ক্লিক করুন।

ফন্টস উইন্ডোটি প্রদর্শিত হলে Fonts for: Bengali নির্বাচন করুন (স্ক্রিনশট # ০২)। ‘Serif:‘ এবং ‘Monospace:‘ – এ পছন্দ মত বাংলা ফন্ট নির্বাচন করুন (স্ক্রিনশট # ০৩)। অতঃপর OK বাটনে ক্লিক করুন।

স্ক্রিনশট # ০২

স্ক্রিনশট # ০২

এখন থেকে ফায়ারফক্সে বাংলা লেখা পড়তে আশা করছি কোন সমস্যা হবে না (স্ক্রিনশট # ০৫)।

স্ক্রিনশট # ০৩

স্ক্রিনশট # ০৩