বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত অফিস স্যুইটটি হচ্ছে লিব্রেঅফিস। সান মাইক্রোসিস্টেমসকে ওরাকল কিনে নেওয়ার পর সকলেই ওপেনঅফিস.অর্গের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েন। আর তাই কিছুদিন আগে ওপেনঅফিস.অর্গ কমিউনিটির সদস্যরা দি ডকুমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। যেটির পেছনে রয়েছে নভেল, গুগল, রেড হ্যাট, ক্যানোনিক্যালের মত নামী-দামী সব প্রতিষ্ঠানগুলো। অফিস স্যুইটটির ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে ১০ বছরের সমৃদ্ধশালী ওপেনঅফিস.অর্গের সোর্স কোড। ইতিমধ্যেই অফিস স্যুইটটির বেটা ভার্সন রিলিজ হয়েছে।
যারা দি ডকুমেন্ট ফাউন্ডেশনের ওয়েবসাইট ভিজিট করেছেন তারা নিশ্চয়ই জানেন লিনাক্সের জন্য লিব্রেঅফিসের টারবল আর্কাইভ দেওয়া হয়েছে। তো ইসাডোরাতে আর্কাইভটি থেকে লিব্রেঅফিস ইনস্টল করতে হলে নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অসুসরণ করুন।
লিব্রেঅফিস এবং ওপেনঅফিস.অর্গ দুটোই স্ট্যান্ডঅ্যালোন অফিস স্যুইট হিসেবে ব্যবহার করা সম্ভব। তবে ওপেনঅফিস.অর্গ ব্যবহার করতে না চাইলে নিচের কমান্ডটি টার্মিন্যালে রান করুন।
sudo apt-get remove openoffice*.*
এখন লিব্রেঅফিসের টারবল আর্কাইভটি ডাউনলোড করুন অফিশিয়াল ডাউনলোড মিরর থেকে।
- ৩২-বিটের জন্যঃ LO_3.3.0-beta1_Linux_x86_install-deb_en-US.tar.gz
- ৬৪-বিটের জন্যঃ LO_3.3.0-beta1_Linux_x86-64_install-deb_en-US.tar.gz
ডাউনলোডকৃত আর্কাইভটি ডেস্কটপে রেখে নিচের কমান্ডগুলো রান করুন। তবে ৩২-বিটের জন্য আর্কাইভটি ডাউনলোড করলে নিচের তৃতীয় কমান্ডটি এবং ৬৪-বিট করলে দ্বিতীয় কমান্ডটি স্কিপ করে পরবর্তী কমান্ডগুলো রান করুন।
$ cd ~/Desktop
$ tar xzvf LO_3.3.0-beta1_Linux_x86_install-deb_en-US.tar.gz -C ~/Desktop
$ tar xzvf LO_3.3.0-beta1_Linux_x86-64_install-deb_en-US.tar.gz -C ~/Desktop
$ cd ~/Desktop/en-US
$ sudo dpkg -i ~/Desktop/en-US/DEBS/*.deb
মেনু এন্ট্রির জন্য চলমান টার্মিন্যালেই নিচের কমান্ডটি রান করুন।
sudo dpkg -i ~/Desktop/en-US/DEBS/desktop-integration/libreoffice3.3-debian-menus_3.3-9526_all.deb
এখন mintMenu → Office → LibreOffice 3.3 থেকে লিব্রেঅফিস চালাতে পারবেন।
দ্রষ্টব্যঃ Libre – এর স্প্যানিশ উচ্চারণ হচ্ছে লিব্রে, আর ফ্রেঞ্চ হচ্ছে লিবয়।