ফায়ারফক্সের প্রতিটি মেজর রিলিজের পর ব্যবহারকারীরা বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েন। আর এই দুশ্চিন্তার অন্যতম প্রধান কারণ হচ্ছে, নতুন এই রিলিজটির সাথে তাদের ব্যবহৃত এ্যাড-অনগুলোর কম্প্যাটিবিলিটি নিয়ে। তো কোন এ্যাড-অন কম্প্যাটিবল না হলে সেটির নতুন আপডেট না আসা পর্যন্ত সেটি ব্যবহার করার একমাত্র উপায় হচ্ছে ফায়ারফক্সের এ্যাড-অন কম্প্যাটিবিলিটি চেক বন্ধ রাখা। সেজন্য ফায়ারফক্সের এ্যাড্রেস বারে about:config
লিখে Enter বাটনে প্রেস করুন। তাহলে একটি সতর্কতা বার্তা প্রদর্শিত হবে। সেটি অগ্রাহ্য করে I'll be careful, I promise!
বাটনে ক্লিক করুন। এখন Preference Name কলামের অধীনে থাকা যে কোন একটি প্রেফারেন্সে রাইট ক্লিক করে New → Boolean নির্বাচন করুন। এবার নতুন প্রেফারেন্সটির নাম হিসেবে extensions.checkCompatibility.4.0
প্রবেশ করিয়ে OK বাটনে ক্লিক করুন। আর ভ্যালু হিসেবে false
নির্বাচন করে এখানেও OK বাটনে ক্লিক করুন। এবার ফায়ারফক্স রিস্টার্ট করুন।
ব্যাস, এখন কোন এ্যাড-অন ফায়ারফক্স ৪ কম্প্যাটিবল না হলেও সেটি ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু ইনকম্প্যাটিবল এ্যাড-অন ঠিক মত কাজ নাও করতে পারে।