গতকাল বহু প্রতিক্ষীত ফায়ারফক্স ৪ রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার সাথে সাথে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সেটি ব্যবহার করার ধুম পড়ে যায়। তবে নীতিগত কারণে লিনাক্স মিন্ট ব্যবহারকারীরা সেটি ব্যবহার করতে পারছিলেন না। তবে সুখবর হচ্ছে ফায়ারফক্স স্ট্যাবল পিপিএতে ইতিমধ্যেই ফায়ারফক্স ৪.০ প্যাকেজটি চলে এসেছে। তো এখন যারা ফায়ারফক্স ৪ ব্যবহার করতে চাচ্ছেন তারা খুব সহজেই নিচের কমান্ডগুলো টার্মিন্যালে রান করিয়ে কাজটি করতে পারেন।

$ sudo add-apt-repository ppa:mozillateam/firefox-stable
$ sudo apt-get update && sudo apt-get upgrade

এই পদ্ধতিতে কম্পিউটারে ইনস্টল করা পুরাতন ফায়ারফক্সটি আপগ্রেড হবে। ফায়ারফক্স ৩.৬ এবং ফায়ারফক্স ৪ স্ট্যান্ডএ্যালোন হিসেবে ব্যবহার করতে পারবেন না।