উবুন্টুতে চলবে লেক্সমার্ক ও ডেল - এর কিছু প্রিন্টার
আজ পর্যন্ত উবুন্টু বা লিনাক্স মিন্টের x64 এডিশনের সাথে খুব বেশি সময় থাকা হয়নি। x64 এডিশন সেটআপ করলেও কিছুক্ষণের মধ্যেই আবার x86 এডিশনে ফেরত যেতে হয়েছে। এর কারণ একটাই, আমার লেক্সমার্ক জি৬৪৫ ইংকজেট প্রিন্টার x64 না চলা। তো কিছুদিন আগে হঠাৎ মাথায় কেন জানি ভূত চাপল x64 এডিশন ব্যবহার করতে হবেই। কিন্তু সেটা ইনস্টলের পর কি হবে সেটাও জানা ছিল। তাই এবার আর ইনস্টল না করে লাইভ সিডি চালিয়ে দিন-রাত একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিভাবে প্রিন্টার চালানো যায়। শেষ পর্যন্ত দুই দিন লাইভ সিডি চালিয়ে বিভিন্ন গুঁতোগুঁতির পর একটা উপায় হলো। মানে চালাতে সক্ষম হলাম আর কি। যাই হোক নিচে কিভাবে করলাম সেটা উল্লেখ করছি তবে তার আগে বলে নিচ্ছি কি কি প্রিন্টার চালানো সম্ভব এই পদ্ধতিতে (জি৬০০ ড্রাইভার ইনস্টল করে)। ...