লিনাক্সে ব্রাউজার দিয়েই সফটওয়্যার বা প্যাকেজ ইনস্টল করুন

উবুন্টু বা লিনাক্স মিন্টে আমরা সফটওয়্যার বা বিভিন্ন প্যাকেজ ইনস্টলের জন্য বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করে থাকি। যেমনঃ টার্মিন্যাল প্যাকেজ ম্যানেজার অ্যাড/রিমুভ অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ম্যানেজার সফটওয়্যার পোর্টাল - ইত্যাদি। উপরের পদ্ধতিগুলো ছাড়াও খুব সহজে ব্রাউজারের মাধ্যমেই সফটওয়্যার বা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করা যায়। ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের ঠিকানা লেখার মতই ব্যপারটা। ব্রাউজারের মাধ্যমে সফটওয়্যার বা বিভিন্ন প্যাকেজ ইনস্টলের জন্য apturl নামের একটি প্যাকেজ ইনস্টল থাকতে হয়। উবুন্টু ৭.১০ - এর পর থেকে ডিফল্টভাবেই উবুন্টুতে apturl প্যাকেজটি ইনস্টল অবস্থায় থাকে। ...

August 28, 2009 · 1 min · Ayon Khan