লিনাক্স মিন্টে সিস্টেম বিপ বন্ধ করুন
অনেকের কাছেই লিনাক্স মিন্ট শাট ডাউন বা রিস্টার্ট করার সময় সিস্টেম বিপটা পছন্দের না। যদিও আমার ভালো লাগে। তবে যারা এই বিপটা পছন্দ করেন না তারা খুব সহজেই এটা বন্ধ করতে পারেন। এর জন্য প্রথমে টার্মিন্যালে লিখুনঃ sudo gedit /etc/modprobe.d/blacklist এবার টেক্সট এডিটর চালু হলে সেখানে নিচের লাইনটি বসিয়ে সেভ করুন। blacklist pcspkr কাজ শেষ। এখন থেকে প্রতিবার কম্পিউটার শাট ডাউন বা রিস্টার্ট করার সময় আর সিস্টেম বিপ দিবে না। উপরের পদ্ধতি লিনাক্স মিন্টসহ উবুন্টু এবং উবুন্টুর যেকোন ভ্যারিয়েন্টে কাজ করবে। ...