লিনাক্স মিন্টে MD5Sum পরীক্ষা করার সহজ উপায়
কেন পরীক্ষা করবেন? মনে করুন আপনি দীর্ঘ সময় ধরে ডাউনলোড করেছেন লিনাক্স মিন্টের আইএসও। এবার সেটা সিডি/ডিভিডি - তে রাইট করার পর আর বুট হচ্ছেনা বা ইনস্টলের সময় এরর দেখাচ্ছে ফলে ইনস্টল করতে পারছেন না। এটা হতে পারে আইএসও - টি সম্পূর্ণ ডাউনলোড না হলে অথবা করাপ্টেড হলে। আর আপনার ডাউনলোড করা আইএসও - টি ঠিকমত ডাউনলোড হয়েছে কিনা সেটা যাচাই করতেই MD5Sum পরীক্ষা করা হয়। মনে রাখবেন এক বাইটের এদিক সেদিক হলেও MD5Sum মিলবে না। তাহলে চলুন দেখে নেই কিভাবে এটা পরীক্ষা করবেন। ...