লিনাক্স মিন্টে মাউস স্ক্রোল করে ওয়ার্কস্পেস সুইচ করুন

লিনাক্স মিন্টের পুরাতণ ভার্সনগুলোতে ফিচারটি ডিফল্টভাবে দেওয়া থাকলেও হেলানা এবং ইসাডোরাতে ফিচারটি দেওয়া নেই। কিন্তু খুব সহজেই ফিচারটি সক্রিয় করা সম্ভব। প্রথমে mintMenu → All/Preferences → CompizConfig Settings Manager চালু করুন। এবার ডেস্কটপ ক্যাটাগরির অধীনে থাকা Viewport Switcher – এ প্রবেশ করুন। অতঃপর Desktop-based Viewport Switching ট্যাবে গিয়ে Move Next: Button5 এবং Move Prev: Button4 নির্বাচন করুন (নিচের স্ক্রিনশটের মত)। মনে রাখবেন, Viewport Switcher ফিচারটি অবশ্যই সক্রিয় থাকতে হবে। তাহলে এখন থেকে মাউস স্ক্রোল করে ওয়ার্কস্পেস সুইচ করতে পারবেন। ...

August 10, 2010 · 1 min · Ayon Khan