লিনাক্স মিন্টে ব্যবহার করুন কংকি

স্ক্রিনলেটসের নাম হয়ত সকলেই শুনেছেন। সেই তুলনায় কংকির নাম শুনেছেন এমন লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা অতি নগন্য। স্ক্রিনলেটসের সিসমনিটেরর মতই কংকির ফিচার। আর যারা এই কংকি ইনস্টল করেছেন তারা খুব সম্ভবত ঠিক মত কনফিগার করতে না পারায় সেটি ব্যবহার করতে পারেননি। তাই আজ এই টিউটোরিয়ালটিতে কংকি কনফিগার করার প্রতিটি ধাপ উল্লেখ করা হয়েছে। শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় উবুন্টু ফোরামে একজন সদস্য, pinguy – কে। কেননা Post your .conkyrc files w/ screenshots টপিকটিতে লেখা তার #12986 এবং #13003 পোস্ট দুটির সহায়তা নিয়ে এই টিউটোরিয়ালটি লেখা হয়েছে। ...

August 23, 2010 · 2 min · Ayon Khan