ফেডোরার লাইভসিডিতে এবার দেওয়া থাকছে লিব্রেঅফিস!

ফেডোরা ইনস্টল করার পর ব্যবহারকারীদের এতদিন আলাদাভাবে ইনস্টল করতে হত অফিস স্যুইট। তবে এই ঝামেলা থেকে মুক্তি পেতে যাচ্ছে ফেডোরা ব্যবহারকারীরা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি ০৮, ২০১৩ – তে রিলিজ হবে ফেডোরা ১৮। নতুন এই রিলিজের লাইভসিডিতে দেওয়া থাকছে লিব্রেঅফিস। অর্থাৎ ব্যবহারকারীদের আর আলাদা করে আর অফিস স্যুইট ইনস্টল করতে হবে না। নতুন এই সিদ্ধান্তটি হাজারও ফেডোরা ব্যবহারকারীদের বহু দিনের প্রতীক্ষার অবসান ঘটাল। আর এটা বাস্তবায়ন করতে গিয়ে লাইভসিডির আইএসওর সাইজ ৭০০ মেগাবাইট থেকে বৃদ্ধি পেয়ে ১ গিগাবাইটে পরিণত হয়েছে। অর্থাৎ সিডি মিডিয়ার পরিবর্তে টার্গেট করা হয়েছে ফ্ল্যাশ মিডিয়াকে। ...

December 21, 2012 · 1 min · Ayon Khan