ফায়ারফক্স ৪ বন্ধ করার সময় সক্রিয় ট্যাব এবং উইন্ডোগুলো সংরক্ষণ করুন
ফায়ারফক্স ৪ বন্ধ করার সময় Quit Firefox ডায়ালগ বক্সটি প্রদর্শিত হয় না। ফলে সক্রিয় ট্যাব বা উইন্ডোগুলো সংরক্ষণ করা যায় না। যা ব্যবহারকারীদের কাছে বেশ বিরক্তির সৃষ্টি করছে। তো সমস্যাটি সমাধান করতে ফায়ারফক্সের এ্যাড্রেস বারে about:config লিখে Enter বাটনে প্রেস করুন। তাহলে একটি সতর্কতা বার্তা প্রদর্শিত হবে। সেটি অগ্রাহ্য করে I'll be careful, I promise! বাটনে ক্লিক করুন। এখন Filter: – এ browser.showQuitWarning টাইপ করুন। তাহলে প্রিফারেন্সেসগুলো ফিল্টার হয়ে শুধুমাত্র browser.showQuitWarning প্রিফারেন্সটি প্রদর্শিত হবে। সেটিতে রাইট ক্লিক করে Toogle – এ ক্লিক করুন। ...