লিনাক্স মিন্টে টার্মিন্যালে ফরচুন প্রদর্শন বন্ধ করুন

লিনাক্স মিন্টের উল্লেখযোগ্য ফিচারগুলোর একটি হচ্ছে টার্মিন্যালে ফরচুন প্রদর্শন করা। ব্যক্তিগতভাবে এই ফিচারটি আমার পছন্দ হলেও অনেকেই এটি পছন্দ করেন না। তো ফিচারটি বন্ধ করতে হলে প্রথমে নিচের কমান্ডটি টার্মিন্যালে রান করুন। sudo gedit /etc/bash.bashrc এখন টেক্সট এডিটরে /etc ডিরেক্টরির bash.bashrc ফাইলটি প্রদর্শিত হলে ফাইলটির সর্বশেষ লাইনের শুরুতে একটি হ্যাশ চিহ্ন # বসিয়ে ফাইলটি সংরক্ষণ করুন। অর্থাৎ সর্বশেষ লাইনটি হবে নিচের মত। # /usr/bin/mint-fortune এখন টার্মিন্যাল বন্ধ করুন এবং তা পুণরায় চালু করে দেখুন ফিচারটি বন্ধ হয়ে গিয়েছে। ...

November 24, 2010 · 1 min · Ayon Khan