গুগল ক্রোম এখন লিনাক্সে!

লিনাক্সের জন্য গুগল ক্রোমের টেস্টিং রিলিজ পাওয়া যাচ্ছে। ডাউনলোড ডেভেলপার রিলিজ (x86) unstable_i386_deb ডেভেলপার রিলিজ (x64) unstable_amd64_deb গুগল ক্রোম ইনস্টল করলে নিজ থেকেই গুগল রিপো অ্যাড করে নেবে। আর যেহেতু এটা টেস্টিং রিলিজ তাই বুঝতেই পারছেন এটা নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে।

July 9, 2009 · 1 min · Ayon Khan