
ইসাডোরাতে ইনস্টল করুন লিব্রেঅফিস
বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত অফিস স্যুইটটি হচ্ছে লিব্রেঅফিস। সান মাইক্রোসিস্টেমসকে ওরাকল কিনে নেওয়ার পর সকলেই ওপেনঅফিস.অর্গের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েন। আর তাই কিছুদিন আগে ওপেনঅফিস.অর্গ কমিউনিটির সদস্যরা দি ডকুমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। যেটির পেছনে রয়েছে নভেল, গুগল, রেড হ্যাট, ক্যানোনিক্যালের মত নামী-দামী সব প্রতিষ্ঠানগুলো। অফিস স্যুইটটির ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে ১০ বছরের সমৃদ্ধশালী ওপেনঅফিস.অর্গের সোর্স কোড। ইতিমধ্যেই অফিস স্যুইটটির বেটা ভার্সন রিলিজ হয়েছে। যারা দি ডকুমেন্ট ফাউন্ডেশনের ওয়েবসাইট ভিজিট করেছেন তারা নিশ্চয়ই জানেন লিনাক্সের জন্য লিব্রেঅফিসের টারবল আর্কাইভ দেওয়া হয়েছে। তো ইসাডোরাতে আর্কাইভটি থেকে লিব্রেঅফিস ইনস্টল করতে হলে নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অসুসরণ করুন। ...