ইসাডোরাতে ব্যবহার করুন লুসিডের ডিফল্ট থিম
গতরাতে আমার এক বন্ধু আমাকে কল করে জানায় সে তার কম্পিউটারে লুসিড ইনস্টল করেছে। তার কথা শুনে আমি যথেষ্ঠ অবাক হয়ে যাই। কারণ আমার জানা মতে সে ইসাডোরা ব্যবহার করত। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করলে সে জানায়, “দোস্ত, মিন্টের শিকি থিম আর ভাল লাগে না। গ্লোরিয়া, হেলেনা এবং ইসাডোরায় এই একই শিকি থিম ইউস করছি। তাই নতুন থিমের জন্য উবুন্টুতে আসছি। উবুন্টুর নতুন থিম অনেক জোস।” তার এই কথাটি শুনে আমি খুব হতাশ হই। কারণ ইচ্ছে করলেই ইসাডোরাতে লুসিডের ডিফল্ট থিম ব্যবহার করা সম্ভব। আর তা করতে হলে নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করতে হবে। ...