লিনাক্স মিন্টে MD5Sum পরীক্ষা করার সহজ উপায়

কেন পরীক্ষা করবেন? মনে করুন আপনি দীর্ঘ সময় ধরে ডাউনলোড করেছেন লিনাক্স মিন্টের আইএসও। এবার সেটা সিডি/ডিভিডি - তে রাইট করার পর আর বুট হচ্ছেনা বা ইনস্টলের সময় এরর দেখাচ্ছে ফলে ইনস্টল করতে পারছেন না। এটা হতে পারে আইএসও - টি সম্পূর্ণ ডাউনলোড না হলে অথবা করাপ্টেড হলে। আর আপনার ডাউনলোড করা আইএসও - টি ঠিকমত ডাউনলোড হয়েছে কিনা সেটা যাচাই করতেই MD5Sum পরীক্ষা করা হয়। মনে রাখবেন এক বাইটের এদিক সেদিক হলেও MD5Sum মিলবে না। তাহলে চলুন দেখে নেই কিভাবে এটা পরীক্ষা করবেন। ...

May 30, 2009 · 1 min · Ayon Khan