লিনাক্স মিন্টে ইনস্টল করুন Vuze - এর সর্বশেষ ভার্সন
Vuze (formerly Azureus) বর্তমান সময়ের জনপ্রিয় বিটটরেন্ট ক্লায়েক্ট - গুলোর একটি। আমি যখন উইনডোজ ছেড়ে দেই অর্থাৎ লিনাক্স ব্যবহার শুরু করার কয়েকদিন পূর্বে উইনডোজে Vuze ব্যবহার করেছিলাম। Vuze ব্যবহারের পূর্বে উইনডোজে আমি BitTorrent অথবা μTorrent ব্যবহার করতাম। মধ্যে কিছুদিন LimeWire ব্যবহার করলেও LimeWire - এর প্রতি কখনোই আকৃষ্ট হয়নি। যাই হোক উইনডোজ ছেড়ে লিনাক্সে আসার পর কেন যেন Transmission - কে কিছুতেই আপন করে নিতে পারছিলাম না। তাই লিনাক্সে BitTorrent, μTorrent এবং Vuze খুঁজছিলাম। পরে জানতে পারি μTorrent লিনাক্সের জন্য রয়েছে তবে তা চালাতে হলে কম্পিউটারে ওয়াইন থাকতে হবে। আর আমি যেহেতু ওয়াইন ব্যবহার করতে আগ্রহী ছিলাম না তাই μTorrent - এর চিন্তা মাথা থেকে দূরে সরিয়ে রাখলাম। অবশ্য এর আরেকটি কারণও ছিল। আর তা হচ্ছে লিনাক্সে Vuze - ও রয়েছে। অতঃপর মুখে লম্বা হাসি টেনে রিপো থেকে ইনস্টল করলাম Vuze। কার্মিকের রিপোতে Vuze - এর সর্বশেষ ভার্সনটি থাকলেও জন্টির রিপোতে Vuze - এর সর্বশেষ ভার্সনের বদলে ৩.১ থাকায় Vuze চালু করলেই আপডেট সংক্রান্ত ত্রুটি (এরর) বার্তা (মেসেজ) প্রদর্শন করত। কিন্তু স্বভাবগত কারণেই আমি হার মানতে রাজি নই। ফলে Vuze - এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Vuze - এর সর্বশেষ ভার্সনের টারবল আর্কাইভ ডাউনলোড করে অনেক চেষ্টার পর Vuze ইনস্টল করে ব্যবহার শুরু করলাম। কিন্তু ডেবিয়ান প্রেমী হওয়ায় Vuze - এর সর্বশেষ ভার্সনটির ডেব প্যাকেজের অভাব অনুভব করতাম সব সময়। তাই টারবল প্যাকেজ থেকেও Vuze বেশি দিন ব্যবহার করা হল না। ফিরে গেলাম সেই Transmission - এ। কিন্তু গতকাল হঠাৎ করেই আবিষ্কার করলাম লিনাক্স মিন্টে Vuze - এর সর্বশেষ ভার্সন খুব সহজেই রিপো থেকে ইনস্টল করা যায়। যার ফল স্বরূপ রিপো থেকেই Vuze - এর সর্বশেষ ভার্সন ইনস্টল করে রীতিমত ডাউনলোডের সমুদ্রে ডুবে গেলাম। আর সমুদ্রে প্রতি সবারই একটু দুর্বলতা থাকে। তাই ভাবলাম ডাউনলোডের সমুদ্র সৈকতে আপনাদেরও নিয়ে যাই। খরচাপাতি না হয় আমিই দিলাম। তাই আজ খরচাপাতি হিসেবে লিনাক্স মিন্টে কিভাবে Vuze - এর সর্বশেষ ভার্সন রিপো থেকে ইনস্টল করা যায় সেই পদ্ধতি উল্লেখ করছি। ...