হেলেনাতে চলবে লেক্সমার্ক এবং ডেল - এর কিছু প্রিন্টার
অনেক প্রিন্টারের ড্রাইভার রয়েছে যেগুলো libstdc++5 প্যাকেজটি ব্যবহার করে। কিন্তু হেলেনাতে libstdc++6 প্যাকেজটি ডিফল্টভাবে দিয়ে দেয়ায় বেশ কিছু প্রিন্টারের ড্রাইভার হেলেনাতে ঠিক মত কাজ করতে পারে না। লেক্সমার্ক জি৬০০ ড্রাইভারটিও এই তালিকায় রয়েছে। যেসব প্রিন্টার লেক্সমার্ক জি৬০০ ড্রাইভারে চলবে লেক্সমার্ক ৫৭০০, এক্স১১০০, এক্স১১১০, এক্স১১৩০, এক্স১১৪০, এক্স১১৫০, এক্স১১৭০, এক্স১১৮৫, এক্স১১৯০, এক্স১১৯৫, এক্স১২৭০, জি২৫, জি৩৫, জি৫৫, জি৫১৩, জি৫১৫, জি৫১৭, জি৬০০, জি৬০৫, জি৬১২, জি৬১৫, জি৬৪০, জি৬৪৫, জি৭০৫, পি৩১৫০ ডেল এ৯২০, ৭২০ ইনস্টলেশন প্রথমেই libstdc++5 প্যাকেজটি ডিপেন্ডেন্সিসহ দরকার হবে। তাই নিচের প্যাকেজ দুটি ডাউনলোড করব। ...