ওয়ার্কস্পেস বা ডেস্কটপের কার্যকলাপ রেকর্ড করুন
অনেকদিন আগে শাটার – স্ক্রীনসট নেবার এক দারুণ সফটওয়্যার শিরোনামে শাটার নামক একটি স্ক্রিনশট নেবার সফটওয়্যারের কথা বলেছিলাম। আজ শেয়ার করতে যাচ্ছি আরেকটি সফটওয়্যারের কথা যেটা হয়ত আপনি এতদিন খুঁজছিলেন। ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল দেখা যায়। আর অনেকের প্রশ্ন হচ্ছে এই ভিডিওগুলো কিভাবে রেকর্ড করা হয়? ভিডিও ক্যামেরা দিয়ে? তাদের জন্য বলছি এটা করতে ভিডিও ক্যামেরার প্রয়োজন নেই। সফটওয়্যার দিয়েই এটা করা যায়/হয়। লিনাক্সের এমনই একটি সফটওয়্যারের সাথে আজকে আপনাদের পরিচয় করাতে যাচ্ছি। সফটওয়্যারটির নাম gtk-recordMyDesktop। এটা দিয়ে আপনি খুব সহজেই আপনার ওয়ার্কস্পেস বা ডেস্কটপের কার্যকলাপ রেকর্ড করতে পারেন। প্যাকেজ ম্যানেজারে gtk-recordmydesktop লিখে সার্চ করে এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন। অথবা টার্মিন্যালে নিচের কমান্ডটি লিখেও ইনস্টল করতে পারেন। ...