শাটার – স্ক্রীনসট নেবার এক দারুণ সফটওয়্যার

লিনাক্স যারা ব্যবহার করেন তারা অনেকেই হয়ত স্ক্রীনসট নেবার পর মাইক্রোসফট পেইন্ট খুব মিস করেন। কেননা মাইক্রোসফট পেইন্টে আপনি খুব সহজেই আপনার নেয়া স্ক্রীনসটে আঁকাআঁকি করতে পারেন। যেমনঃ কোন জিনিস হাইলাইট করতে রাউন্ড সেইপ ব্যবহার বা কোথাও কোন টেক্সট দেয়া। এসব ছোটখাট কাজের জন্য গিম্প হয়ত একটু ঝামেলারই মনে হবে। তবে এখন আর কোন ঝামেলা নয়। শাটার নামক স্ক্রীনসট নেবার দুর্দান্ত সফটওয়্যার দিয়ে এসব কাজ খুব অনায়াসেই করা সম্ভব। শাটার – এর কিছু সুবিধা পুরো পর্দার স্ক্রীনসট নেয়া। কোন ওয়েবসাইট বা উইন্ডোর সম্পূর্ণ স্ক্রীনসট নেয়া। নির্দিষ্ট কিছু অংশের স্ক্রীনসট নেয়া। স্ক্রীনসট নেয়া ছবিতে রাউন্ড, স্কয়ার, লাইন, অপ্রয়োজনীয় লেখা সেন্সর, কোন টেক্সট বা ছবি যুক্ত করা ইত্যাদি সুবিধা পাবেন। শুধুমাত্র উবুন্টু ব্যবহারকারী নিচের সোর্স গুলো আপনার সোর্স লিষ্টে যুক্ত করুন। সোর্স লিস্ট যুক্ত করতে System → Administration → Software Sources চালু করুন। আপনার কম্পিউটারের রুট পাসওয়ার্ড দিন। Third-Party Software ট্যাবে ক্লিক করুন। সেখান থেকে Add এ ক্লিক করে নিচের সোর্সগুলো অ্যাড করুন (অবশ্যই একটা একটা করে)। ...

April 9, 2009 · 2 min · Ayon Khan