লিনাক্স মিন্টে ইনস্টল করুন য্যাম্প (XAMPP)
য্যাম্প হচ্ছে একটি ফ্রি এবং ওপেন সোর্স ওয়েব সার্ভার সল্যিউশন স্ট্যাক। XAMPP এ্যাক্রোনিমটির পূর্ণরূপ হচ্ছেঃ X: ক্রস-প্লাটফর্ম A: এ্যাপাচি M: মাইসিক্যুয়েল P: পিএইচপি P: পার্ল অনেকে অবশ্য এ্যাপাচি, মাইসিক্যুয়েল ইত্যাদি আলাদা আলাদা করে ইনস্টল করার উপদেশ দিয়ে থাকবেন। সেক্ষেত্রে মনে রাখবেন, প্রাথমিক অবস্থায় কাজ করার জন্য চোখ বন্ধ করে য্যাম্প ব্যবহার করা যেতে পারে। লিনাক্স মিন্টে য্যাম্প ইনস্টল করা খুব সহজ। তবে য্যাম্প ৩২-বিট এ্যাপ্লিকেশন হওয়াতে ৬৪-বিট আর্কিটেকচারে য্যাম্প রান করার জন্য ia32-libs প্যাকেজটি ইনস্টল করতে হবে। নিচের কমান্ডটি টার্মিন্যালে রান করে প্যাকেজটি ইনস্টল করে নিন। ৩২-বিট আর্কিটেকচারে য্যাম্প রান করার জন্য অতিরিক্ত এই প্যাকেজটি ইনস্টল করার প্রয়োজন নেই। ...