ভিবি.নেটে আমার লেখা দুটি ছোট্ট প্রোগ্রাম!

ভিবি.নেট শেখার ইচ্ছে আমার একদমই ছিল না। এক রকম বাধ্য হয়েই ভিবি.নেট শেখা শুরু করি। উল্লেখ্য, আমি প্রোগ্রামিং শেখা শুরু করেছি আড়াই মাসের মত হবে। আর এই প্রোগ্রামিং – এ আমার হাতে-খড়ি এক রকম ভিবি.নেট দিয়েই হয়। তা এই ভিবি.নেটে আমি দুটি ছোট্ট প্রোগ্রাম লিখেছি। যদিও কারও কাজে আসবে বলে আমার মনে হয় না। তারপরও ভাবলাম কারও কাজে না আসলেও শেয়ার করতেতো কোন সমস্যা নেই। দেড় মাসেরও বেশি সময় ধরে প্রোগ্রাম দুটি অযত্নে পড়ে ছিল। তাই আজ প্রোগ্রাম দুটি একটু ঘষে-মেজে আপনাদের সাথে শেয়ার করছি। ...

September 6, 2011 · 2 min · Ayon Khan