লিনাক্স মিন্টে ইনস্টল করুন টারপিয়াল
বর্তমানে লিনাক্স মিন্টে ডিফল্টভাবেই একটি সোসাল নেটওয়ার্কিং ক্লায়েন্ট দেওয়া থাকে। তবে টুইটার ক্লায়েন্ট হিসেবে ঐ ক্লায়েন্টটি অনেকেই ব্যবহার করেন না কিংবা করতে চান না। তো আজ আমি আমার পছন্দের একটি টুইটার ক্লায়েন্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। পাইথনে লেখা এবং খুবই লাইটওয়েট এই টুইটার ক্লায়েন্টটির নাম হচ্ছে টারপিয়াল। এটি একটি স্প্যানিশ শব্দ এবং ভেনিজুয়েলার জাতীয় পাখির নাম। একটি আদর্শ টুইটার ক্লায়েন্টে যেই ফিচারগুলো থাকা উচিত, টারপিয়ালে সেগুলোর প্রায় সবই আছে। যাই হোক, ক্লায়েন্টটি ইনস্টল করতে হলে নিচের কমান্ডগুলো টার্মিন্যালে রান করুন। ...