যারা লিনাক্সের প্রচারণা করছেন বা করতে চান তাদের উদ্দেশ্যে
প্রথমত, লিনাক্সের প্রচারণা করতে হলে যে উইন্ডোজের বিপক্ষে গিয়েই করতে হবে তা না। কোন কিছুর ভক্ত হওয়া ভাল, তবে অন্ধ ভক্ত হওয়া ভাল না। এক কাজ করুন, লিনাক্সের সুবিধা-অসুবিধাগুলো তুলে ধরুন। উইন্ডোজের সাথে লিনাক্সের তুলনা করার কোনই প্রয়োজন নেই। কেননা যে উইন্ডোজ ব্যবহারকারী সে নিজেও জানে উইন্ডোজের সুবিধা-অসুবিধাগুলো কী কী। আর পাইরেসির দোহাই দিয়ে উইন্ডোজে ব্যবহারকারীদের লিনাক্সে টেনে আনা বড্ড বোকামি। উইন্ডোজ ব্যবহারকারীদের এতটুকু বলা যেতে পারে যে, সফটওয়্যার পাইরেসি করতে না চাইলে আপনি লিনাক্স ব্যবহার করে দেখতে পারেন। তবে তাকে চোর চোর বলে ডাকার কোন প্রয়োজন নেই। কেউ যদি তার চাহিদা লিনাক্সে পূরণ করতে না পারে, তো আপনারই বা কী করার আছে? ...