লিনাক্স মিন্টে ইউনিজয় কিবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লিখুন
লিনাক্স মিন্টে ইউনিজয় কিবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লিখতে প্রথমে স্কিম-এম১৭এন প্যাকেজটি ইনস্টল করতে হবে। সেজন্য নিচের কমান্ডটি টার্মিন্যালে লিখুনঃ sudo apt-get install scim-m17n এবার scim-m17n ইনস্টলের জন্য অনুমতি চাইলে আপনার রুট পাসওয়ার্ড দিয়ে অনুমতি দিন। ব্যস যা যা দরকার তা ইনস্টল হয়ে গেল। এবার টার্মিন্যালে লিখুনঃ sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch এখন টেক্সট এডিটর চালু হবে। সেখানে নিচের কোডটি কপি-পেষ্ট করে বসিয়ে সেভ করে দিন। export XMODIFIERS="@im=SCIM" export GTK_IM_MODULE="scim" export XIM_PROGRAM="scim -d" export QT_IM_MODULE="scim" এখন রি-স্টার্ট দিন। কাজ শেষ। ...