এক্সচ্যাট আইআরসি ব্যবহার করে ফ্রিনোডের চ্যানেলে প্রবেশ করুন
লিনাক্স মিন্টে ডিফল্টভাবেই এক্সচ্যাট আইআরসি ইনস্টল করা থাকে। তাই সেটি ইনস্টলের ঝামেলায় যাওয়ার প্রয়োজন নেই। তবে উবুন্টুতে ডিফল্টভাবে ইনস্টল করা না থাকায় প্রথমেই সেটি ইনস্টল করতে হবে। ইনস্টলেশন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://help.ubuntu.com/community/XChatHowto। এখন লিনাক্স মিন্টে mintMenu → All applications → All/Internet → XChat IRC কিংবা উবুন্টুতে Applications → Internet → XChat IRC চালু করুন। এবার XChat ড্রপ-ডাউন মেনু থেকে Network List… বাটনে ক্লিক করুন। অতঃপর XChat: Network List উইন্ডোর Networks অপশন থেকে FreeNode নির্বাচন করে ডান পাশের Edit… বাটনে ক্লিক করুন। Favorite channels: ফিল্ডে আপনি যেই চ্যানেলটিতে প্রবেশ করতে চাচ্ছেন সেই চ্যানেলটির নাম টাইপ করুন। ...