বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু! জিওসিটিস
কিছুদিন আগে (মার্চ ৩০, ২০০৯) বন্ধ হয়ে গেল ইয়াহু ব্রিফকেস। এই মাসের ১৩ তারিখ বন্ধ হতে যাচ্ছে ইয়াহু ৩৬০°। আর এবার ইয়াহু তাদের জিওসিটিস বন্ধ করার ঘোষণা দিল। আগামী অক্টোবর ২৬, ২০০৯ থেকে ইয়াহু জিওসিটিসের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই সার্ভিস ব্যবহারকারী সকলকে তাদের ফাইল ডাউনলোড তথা ফাইল সমূহ অন্যত্র হোস্টিং করতে অনুরোধ করেছে ইয়াহু!